চট্টগ্রামে র‌্যাডিসন হোটেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 09:44 AM
Updated : 1 March 2015, 12:33 PM

রোববার দুপুর সোয়া ২টায় হোটেলটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে অনুষ্ঠানস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মিন্টু চৌধুরী জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভুঁইয়া ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ছাড়াও ব্যবসায়ী, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্লাবের পাশেই দৃষ্টিনন্দন পরিবেশে অবস্থিত রেডিসন ব্লু হোটেলটি আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে একে বর্ণিল সাজে সাজানো হয়।

ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী এ হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী হোটেলের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।  

সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে ও তত্ত্বাবধানে ২২ তলা বিশিষ্ট বিলাসবহুল এ হোটেলটি নির্মাণ করা হয়েছে।

সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হোটেলটিতে ২৪১টি কক্ষ রয়েছে। এছাড়া হোটেলটিতে ৩০৪ বর্গ মিটারের প্রেসিডেন্ট স্যুট, ২৮৪ বর্গমিটারের রয়েল স্যুট রয়েছে।

হোটেলে দুটি পিলার ছাড়া অত্যাধুনিক বলরুম, চারটি রেষ্টুরেন্ট, দুটি বার, আর্ন্তজাতিক মানসম্পন্ন স্পা, জিমনেসশিয়াম ও টেনিস কোর্ট রয়েছে।

চট্টগ্রাম মহানগরীর মনোরম পরিবেশে অবস্থিত এ আর্ন্তজাতিক মানের হোটেলটি ব্যবস্থাপনায় রয়েছে আর্ন্তজাতিক হোটেল পরিচালনা প্রতিষ্ঠান কার্লসন রেজিডোর।

রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ বাংলাদেশে দ্বিতীয় রেডিসন হোটেল।

হোটেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ‘রেডিসন ব্লু’ বিশ্বের শীর্ষস্থানীয় হোটেল ব্রান্ডের মধ্যে অন্যতম, যাদের ৬২ টি দেশে ২৮০ টি হোটেল পরিচালনা করছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলেই ৪৪টি হোটেল রয়েছে গ্রুপটির।