জয়পুরহাটে দুই বাসে আগুন, হেলপার দগ্ধ

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে জয়পুরহাটে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে, দগ্ধ হয়েছেন বাসে ঘুমিয়ে থাকা এক পরিবহন শ্রমিক।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 04:51 AM
Updated : 1 March 2015, 04:51 AM

রোববার ভোরের দিকে আক্কেলপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে বলে আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

দগ্ধ রতন মিয়া (২২) বগুড়ার দুপচাচিয়া উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। আগুনে তার ডান বাহু ও মুখের ডান পাশের কিছু অংশ পুড়ে গেছে।

তাকে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

ঘটনাস্থলে থাকা পরিবহন শ্রমিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরের দিয়ে ১২ থেকে ১৪ জনের একটি দল বাস টার্মিনালে এসে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়। এ সময় বাস চালকের সহকারী রতন একটি বাসে ঘুমিয়ে ছিলেন।

আগুন দেখতে পেয়েই আশপাশে থাকা পুলিশ ও স্থানীয়রা এড়িয়ে এসে তা নিভিয়ে ফেলেন। দগ্ধ রতনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।