‘অবরোধ-হরতালে সচল থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয়’

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে ১ মার্চ রোববার থেকে শিক্ষা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 04:52 PM
Updated : 28 Feb 2015, 04:52 PM

শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির এক বিবৃতিতে এ ঘোষণা আসে।

বর্তমানে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৭। আর পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৪টি।

গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ-হরতালে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যারয়গুলোও বিপর্যয়ের মুখে পড়ে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কতিপয় উশৃঙ্খল শিক্ষার্থী বহিরাগতদের মদদে কিছু বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।

কোন শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাধার সৃষ্টি করলে তাকে ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের পাশাপাশি অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভর্তি করা হবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবীর হোসেনের সভাপতিত্বে সমিতির জরুরি সভায় চলমান নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতাও চেয়েছে বিশ্ববিদ্যালয় সমিতি।