অভিজিৎহত্যা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত: জাফর ইকবাল

লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত বলে মন্তব্য করেছেন অধ্যাপক জাফর ইকবাল।

শাহজালাল বিশ্ববিদ্যালয়বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 03:43 PM
Updated : 28 Feb 2015, 03:43 PM

তিনি বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে যেমন আমাদের বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করা হয়েছে, এর সঙ্গে অভিজিৎ হত্যাকাণ্ডের কোনো পার্থক্য নেই। এ হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত।

শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিজিৎ রায়ের হত্যার বিচারের দাবিতে এক  সমাবেশে এ কথা বলেন তিনি।

সকালে সাম্প্রদায়িকতাবিরোধী লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সমাবেশে জাফর ইকবাল বলেন, “ধর্মান্ধ মানুষ অভিজিৎ রায়কে ভয় পায় না। ভয় পায় তার মুক্তচিন্তাকে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “অভিজিৎ মুক্তচিন্তার প্রসারে কাজ করেছেন, তোমরা সেটা করবে। অভিজিৎ যে কাজ শেষ করতে পারেনি, তোমরা সেই কাজ চালিয়ে যাবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিমাদ্রী শেখর রায়, শিক্ষার্থী শেখ সাব্বির ও সরোয়ার তুষার।