শ্রীমঙ্গলে প্রতিমা ভাংচুর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 03:14 PM
Updated : 28 Feb 2015, 03:14 PM

শুক্রবার গভীর রাতে উপজেলার আলীশারকুল গ্রামের মহাদেব মন্দিরে প্রতিমা ভাংচুরের এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জহর লাল তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলীশারকুল গ্রামের বড়পাড়ায় মঙ্গলচন্ডি মন্দিরের পাশেই মহাদেব মন্দির। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা দরজার তালা ভেঙে ‘মহাদেবের বিগ্রহ’ ভেঙে বাইরে ছুড়ে ফেলে দেয়। সকালে ভাঙা প্রতিমা বাইরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা মন্দির কমিটিকে জানায়।

খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, জড়িতদের খুঁজে বের করতে পুলিশের তৎপর রয়েছে।