রাজধানীতে ছয় গাড়িতে আগুন

বিএনপি জোটের অবরোধের মধ্যে রাজধানীতে বেসরকারি টেলিভিশন স্টেশনের গাড়িসহ ছয়টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 02:38 PM
Updated : 28 Feb 2015, 04:07 PM

প্রায় দুই মাস ধরে চলতে থাকা লাগাতার অবরোধের পাশাপাশি রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

তাদের ডাকা হরতালের আগের দিন শনিবার সন্ধ্যার পর থেকে এসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ি থানার পিছনে কলার আড়তের কাছে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস এবং একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক মো. শাহজাহান।

গাড়ি দুটি পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

প্রায় একই সময় মৌচাকে দেশ টিভি কার্যালয়ের সামনে তাদের একটি মাইক্রোবাস ও দুটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। একই ভবনে জাতীয় দৈনিক ভোরের কাগজেরও কার্যালয়।

ভোরের কাগজের জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন দেওয়ার সময় অন্ততঃ ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ থাকে।

এছাড়া সন্ধ্যা ৭টার দিকে বানানী কামাল আতাতুর্ক এভিনিউ সড়কে পোস্ট অফিসের সামনে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে বনানী থানা থেকে জানানো হয়েছে।