নারায়ণগঞ্জে আবারও বাসে আগুন

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে নারায়ণগঞ্জ শহরে আবারো একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 01:22 PM
Updated : 28 Feb 2015, 01:32 PM

তবে এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের গলাচিপা এলাকায় চাষাঢ়াগামী আনন্দ পরিবহনের ওই বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভানোর আগেই বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।

বাস চালকের সহকারী মো. ভুট্টু বলেন, শহরের ২ নম্বর রেলগেইট এলাকা থেকে চাষাঢ়া যাচ্ছিলেন।পথে গলাচিপা এলাকায় বঙ্গবন্ধু সড়কে ৮/১০ জন দুর্বৃত্ত হকিস্টিক ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে গাড়ি ভাংচুর করার এক পর্যায়ে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। পরে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসে পেট্রোল বোমা হামলায় শাকিল ও ইয়াসিন নামে ঘুমন্ত দুই পরিবহনকর্মী দগ্ধ হন। এদের মধ্যে শাকিল শনিবার  ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।