নোয়াখালীতে চার শিক্ষকের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে প্রশ্নপত্রসহ আটকের পর চার শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 01:09 PM
Updated : 28 Feb 2015, 01:09 PM

বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা শনিবার দুপুরে তাদের এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. রাশেদ, আমানুল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল, সুমন সাহা এবং একেজি ছায়দুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিম উল্যাহ।

ইউএনও নাহিদা হাবিবা জানান, ওই চার শিক্ষক পরীক্ষা কেন্দ্রের বাইরে এক হয়ে প্রশ্নপত্র ও গাইডবই নিয়ে উত্তরপত্র তৈরি করছিলেন। এ সময় তাদের আটক করা হয়।

পরে তাদের পাবলিক পরীক্ষা আইনের ৯(ক) ধারা অনুযায়ী দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়।