ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া সদরে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 12:52 PM
Updated : 28 Feb 2015, 03:44 PM

শনিবার বিকালে উপজেলার ভাদুঘর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

নিহতদের মধ্যে রয়েছেন- শহরের আমিনপুরের সজিব (২২), রামরাইল গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক শিপন (১৮), ময়মনসিংহের চৌরশিহারী গ্রামের জিয়াউর রহমান (৩৫)। অপরজনের পরিচয় জানা যায়নি।

আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিকের ইন্সপেক্টর মোহাম্মদ বায়েজিদ জানান, বিকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামমুখী ট্রাকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আহত অটোরিকশার ছয় আরোহীর মধ্যে হাসপাতালে নেওয়ার পর চারজন মারা যায়।

হাসপাতালে ভর্তি দুজনের অবস্থাও গুরুতর।

দুর্ঘটনার পর ট্রাকের চালক সোহেল মিয়া (৩৭) ও তার সহকারী খোকনকে (৪২) ট্রাকসহ পুলিশ আটক করেছে বলে জানান তিনি।