পেট্রোল বোমা: মৃত্যুর মিছিলে আরও দুজন

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ আরেক পরিবহন শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 12:17 PM
Updated : 28 Feb 2015, 12:38 PM

শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর আগে ভোররাতে মারা যান আরেকজন, যিনি একদিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসে পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ ও আহত হয়েছিলেন।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বিকালে মারা যাওয়া মো. শাকিল (১৮) একজন পরিবহন শ্রমিক। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল পৌনে ৪টার দিকে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

গত ২৫ ফেব্রুয়ারি ভোররাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় আশিয়ান পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা করলে শাকিল ও ইয়াসিন নামে ঘুমন্ত দুই পরিবহনকর্মী দগ্ধ হয়েছিলেন।

আগুনে শাকিলের শরীরের ৫০ শতাংশ পুড়েছিল। শরীরের ১৭ শতাংশ আগুনের ক্ষত নিয়ে ইয়াসিন চিকিৎসাধীন বলে পুলিশ পরিদর্শক মোজাম্মেল জানান।

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আহত ছয়জনের একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী  ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়েছিলেন ছয়জন।

এর মধ্যে শনিবার ভোররাতে কবির হোসেন নামে একজন মারা যান বলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানিয়েছেন।

নিহত কবির হোসেন (৩০) মুন্সীগঞ্জের লৌহজংয়ের বাসিন্দা। তিনি রূপগঞ্জের মাহবুব স্পিনিং মিলসের শ্রমিক।

তার সঙ্গে দগ্ধ হন সহকর্মী হেলাল উদ্দিন (২৫), সোহেল মিয়া (২৮), বিল্লাল হোসেন (২৬), সোহরাব (৩২) ও রাসেল মিয়া (৩০)।

ঘটনার পর ট্রাকচালক রুবেল মিয়া সাংবাদিকদের বলেন, রাত সোয়া ১০টার দিকে যাত্রামুড়া থেকে ট্রাকে করে যন্ত্রপাতি নিয়ে নিয়ে রাজধানীর পোস্তগোলার দিকে যাওয়ার পথে পেট্রোল বোমা হামলার মুখে পড়েন তারা।

এতে ট্রাকের ওপর বসে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হন। এ সময় ট্রাক থেকে লাফ দিয়ে কবির গুরুতর আহত হয়েছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা জাকারিয়া।

কবির ততটা দগ্ধ না হলেও ট্রাক থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানান তিনি।