ফেনীতে এসপির বাসা ও পুলিশের উপর বোমা হামলায় মামলা

ফেনীতে পুলিশ সুপারের বাস ভবনে ও পুলিশের উপর হাতবোমা হামলায় বিএনপির ১৬ নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 11:55 AM
Updated : 28 Feb 2015, 11:55 AM

শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দুটি দায়ের করে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে ফেনীর পুলিশ সুপারের বাস ভবনে হাতবোমা হামলা হয়। এ হামলার ঘটনায় এসআই কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের আসামি করে মামলা দায়ের করেছেন।

তিনি আরো জানান, একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রামপুর লাতুমিয়া ব্রিকফিল্ড এলাকায় পুলিশের গাড়িতে হাতবোমা ও পেট্রোলবোমা হামলায় দুই পুলিশ আহত হয়। এ ঘটনায় ফেনী মডেল থানার উপ-পরিদর্শক জিয়াউল হক খন্দকার বাদী হয়ে বিএনপির ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে আসামি করে আরেকটি মামলা করেছেন।

এ মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে জানান পরিদর্শক শাহিনুজ্জামান।