যশোরে স্বর্ণের বারসহ নারী গ্রেপ্তার

যশোরের শার্শায় আটটি স্বর্ণের বারসহ এক নারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 09:50 AM
Updated : 28 Feb 2015, 12:23 PM

শনিবার উপজেলার ঘিবা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭১৫ গ্রাম ওজনের ওই স্বর্ণের বারগুলোসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ২৬ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।

গ্রেপ্তার রোকেয়া খাতুন (৪০) বেনাপোলের মিজানুর রহমানের স্ত্রী।

বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার একটি বড় চালান ঘিবা সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির ঘিবা বিওপির টহলদল রোকেয়া খাতুনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে আটটি স্বর্ণের বার পাওয়া যায়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।