ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে জামান-হিরন

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার এম বদি-উজ-জামান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 05:20 PM
Updated : 27 Feb 2015, 05:20 PM

সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরন।

শুক্রবার সুপ্রিম কোর্টে বার্ষিক সাধারণ সভার সঙ্গে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া সহ সভাপতি পদে শামিমা আক্তার (আরটিভি), যুগ্ম সম্পাদক পদে আজিজুল ইসলাম পান্নু (বৈশাখী টেলিভিশন), কোষাধ্যক্ষ হাসান জাবেদ (এনটিভি) সাংগঠনিক সম্পাদক পদে কবির হোসেন (যুগান্তর), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরাফাত মুন্না (জনকণ্ঠ) ও দপ্তর সম্পাদক পদে ফজলুল হক মৃধা (নিউজ নেক্সট বিডিডটকম) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যাকরী সদস্য পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস মানু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা (বাংলাভিশন), সুলাইমান নিলয় (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), গোলাম রাব্বানী (নয়াদিগন্ত) ও আলমগীর হোসেন (আমার দেশ)।

দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আশরাফ-উল-আলম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচন পরিচালনা করেন।

এর আগে সকালে এলআরএফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলআরএফের সাবেক সভাপতি ও ইউএনবির প্রধান প্রতিবেদক ফারুক কাজী, সাবেক সভাপতি ও দৈনিক বর্তমানের বিশেষ প্রতিনিধি স্বপন দাশ গুপ্ত এবং সাবেক সভাপতি ও ইত্তেফাকের আইন ও মানবাধিকার সম্পাদক সালেহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।