শাহ আবদুল করিম লোক উৎসব শুরু

সুনামগঞ্জের দিরাইয়ে কালনি নদীর তীরে শুরু হয়েছে দুই দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 04:28 PM
Updated : 27 Feb 2015, 04:28 PM

প্রয়াত এ বাউলের ৯৯তম জন্মদিন উপলক্ষে জন্মভূমি দিরাইয়ের তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে শুক্রবার সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন হয়।

‘আমি বাংলা মায়ের ছেলে জীবন আমার ধন্য যে হায় জন্ম বাংলা মায়ের কোলে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গান আর মুর্শিদী গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম’সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা এ বাউল।

উজানধল গ্রামের মাঠে বাউলপুত্র শাহ নূরজালালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য) আহমদ উল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার মো. সাদিকুর রহমান, স্থানীয় শিল্পী বাবুল আহমেদ।

শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে তার বাড়িতে বসেছে বাউলদের মিলন মেলা।

উৎসব শনিবার ভোর রাত পর্যন্ত চলবে। দুদিনের এ উৎসবে হাজারো মানুষের পদচারনায় মুখরিত হয় কালজয়ী এ বাউলের জন্মস্থান।