নকলে সহায়তা, ৩ শিক্ষক দণ্ডিত

চাঁদপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার অভিযোগে মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তিন শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 12:20 PM
Updated : 27 Feb 2015, 12:20 PM

শুক্রবার বিকালে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান এ সাজা দেন।

দণ্ডিতরা হলেন মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক আব্দুল আউয়াল, সমাজবিজ্ঞানের জানিবুল হক ও হিসাববিজ্ঞানের প্রদীপ চন্দ্র সাহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম জানান, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা চলাকালে মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের জন্য একটি কক্ষের দরজা বন্ধ করে নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের সমাধান তৈরি করছিলেন ওই তি শিক্ষক।

ওই সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান। তিনি তাদের পুলিশে সোপর্দ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি তাদের বিচার করে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেন।