নোয়াখালীতে আগুনে পুড়ল ১১ দোকান ও বসতঘর

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 08:25 AM
Updated : 27 Feb 2015, 08:25 AM

চৌমুহনী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইসমাইল হোসেন জানান, শুক্রবার ভোর ৫টার দিকে কাদরা ইউনিয়নের নজরপুর আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ওই বিদ্যালয়ের পাশে নূরুল আলম নামে এক ব্যক্তির বসতঘর ও তার পাশের কয়েকটি দোকানঘরে আগুন দেখা যায়। পরে তা আবুল খায়েরের চা দোকান, কামাল স্টোর, সেলিম স্টেশনারি, অনিল ফার্মেসি, হোসেন ক্রোকারিজ, মামুনের চা দোকান, শওকত স্টোর, হক স্টোর ও একটি সেলুনে ছড়িয়ে পড়ে।

অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য ইসমাইল বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।