বন্যাকে নেওয়া হয়েছে স্কয়ারের আইসিইউতে

স্বামী অভিজিৎ রায়ের সঙ্গে সন্ত্রাসী হামলার শিকার রাফিদা আহমেদ বন্যাকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 07:38 AM
Updated : 27 Feb 2015, 07:38 AM

শুক্রবার সকালে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় বলে ‘শুদ্ধস্বর’ প্রকাশনীর সত্ত্বাধিকারী আহমেদুর রশিদ টিটু জানিয়েছেন।

তিনি বলেন, সকালে স্কয়ারে নেওয়ার পর বন্যাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অভিজিৎ ও বন্যা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয় অভিজিতের, যিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লিখতেন।

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎকে জঙ্গিবাদীরা হুমকি দিয়ে আসছিল বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

হামলাকারীর চাপাতির কোপে বন্যার একটি আঙুল কেটে গেছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিতের দুটি বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।

রাতে রিকশায় চড়ে টিএসসির দিকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের ঠিক উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানঘেঁষে ফুটপাতে তাদের ওপর হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।