নোয়াখালীতে পেট্রোল বোমাসহ আটক ৪

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পেট্রোল বোমা ও হাতবোমাসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 02:10 PM
Updated : 26 Feb 2015, 02:10 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুবপুর পূর্ব পাড়া থেকে তাদের আটক করা হয়। তবে তারা কোনো রাজনৈতিক দলের লোক কিনা র‌্যাব তা জানাতে পারেনি।

এরা হলেন- শেরপুরের সন্যাসীর চরের হাবিবুর রহমানের ছেলে মীর মো. জাকির হোসেন (৪৭), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈরল মোড় এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. হুমায়ুন কবির (৩৮), ধানীখোলা এলাকার আবু বক্করের ছেলে মো. দেলোয়ার (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জশাতোয়া এলাকার মো. ওয়াহেদ উল্লাহর ছেলে কাজী এরশাদ (৪০)।

র‌্যাবের সহকারী পরিচালক মোহাম্মদ শামীম কবীর জানান, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-১১ পূর্ব কুতুব পাড়ার ব্যাপারী বাড়ি সংলগ্ন সড়কের পাশের সুপারি বাগানে অভিযান চারিয়ে ওই চারজনকে আটক করে।

তাদের কাছে পাঁচটি পেট্রোল বোমা, ১৭টি হাতবোমা, ছয়টি মোবাইল ফোন সেট, তিনটি ঘড়ি ও নেশার বড়ি ইয়াবা পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আটকদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে শামীম কবীর জানান।