বানিয়াচংয়ে ভূমি অফিসে আগুন

বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতার মধ্যে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 01:57 PM
Updated : 26 Feb 2015, 01:57 PM

বুধবার রাতের কোনো এক সময় উপজেলার ৩ নম্বর রঘুচৌধুরীপাড়া ভূমি কার্যালয়ে আগুন দেওয়া বলে ওই কার্যালয়ের তহশিলদার মো. কুতুব উদ্দিন জানিয়েছেন।

এলাকাবাসীরা জানায়, রাতে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা তা নেভায়।

তহশিলদার কুতুব উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে দুটি মৌজার কয়েকটি রেজিস্ট্রার পাতা পুড়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এর মাধ্যমে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এবং বানিয়াচংয়ের ইউএনও সামছুল ইসলাম বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেছেন।

অবরোধ-হরতালে মহাসড়কে নাশকতার পাশাপাশি এর আগে বিভিন্ন জেলায় কয়েকটি সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ হয়।

বৃহস্পতিবার ভোররাতে রাজশাহীর বাঘা উপজেলায় ভূমি কার্যালয় ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে, যাতে নাশকতার সন্দেহ করা হচ্ছে।

এছাড়া ফেনীর ছাগলনাইয়া উপজেলায় স্থানীয় ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১০ হাজার জমির দলিলসহ গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য মালামাল পুড়েছে। এতে জড়িত সন্দেহে বিএনপির এক নেতাকে আটক করা হয়েছে।