পানিতে ডুবিয়ে শিশু হত্যা, সৎ মা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শিশুটির সৎ মাকে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 12:23 PM
Updated : 26 Feb 2015, 12:23 PM

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার জাঙ্গালিয়া এলাকার মেঘনার শাখা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মরিয়ম (০৪) যাত্রাবাড়ী এলাকার ভ্যান চালক সুলতান মিয়ার মেয়ে।

গ্রেপ্তার নিলুফা বেগম (২২) সুলতান মিয়ার দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার চম্পকনগর এলাকায়।

দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে যাত্রাবাড়ীতে ভাড়া থাকেন সুলতান। স্বামীর সঙ্গে ঝগড়ার কারণে এক মাস ধরে নিলুফা আড়াইহাজারে বাবার বাড়িতে ছিলেন বলে জানান ওসি আলমগীর।

তিনি বলেন, “বুধবার বিকালে নিলুফা যাত্রাবাড়ীর বাসায় গিয়ে বেড়ানোর কথা বলে সুলতানের প্রথমপক্ষের দুই মেয়ে মিম (০৭) ও মরিয়মকে (৪) আড়াইহাজারে নিয়ে আসে। এ সময় সুলতান ও তার প্রথম স্ত্রী শাহিদা বাসায় ছিলেন না ।

পরে রাতে তাদের জাঙ্গালিয়া এলাকায় নদীর পাড়ে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় শিশুর দুটির চিৎকারে এলাকার লোকজন মিমকে উদ্ধার করলেও ততক্ষণে মরিয়ম পানিতে তলিয়ে যায়।”

ওই সময় নিলুফা পালিয়ে গেলেও পরে চম্পকনগর থেকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানান ওসি।

তিনি আরো বলেন, “স্বামী ও সতীনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বুধবার রাতে মেঘনার ওই শাখা নদীতে মরিয়মকে ডুবিয়ে হত্যা করার কথা জিজ্ঞাসাবাদে নিলুফা স্বীকার করেছে।”