মফস্বলেও চিকিৎসকদের আবাসন হবে: প্রধানমন্ত্রী

তৃণমূল পর্যায়ে অবস্থান নিশ্চিত করতে ইউনিয়ন পর্যন্ত চিকিৎসকদের আবাসন সুবিধা নিশ্চিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 11:19 AM
Updated : 26 Feb 2015, 11:19 AM

সরকারি চিকিৎসকরা ঢাকাসহ বড় শহরের বাইরে যেতে চান না বলে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা অভিযোগ করে থাকেন।

মূলত আবাসনের জন্যই চিকিৎসকরা তৃণমূলে যেতে চান না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “ইউনিয়ন পর্যন্ত আবাসন ব্যবস্থা করে দেব।”

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৃহস্পতিবার অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা সংক্রান্ত এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার জন্য উন্নতমানের একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা প্রত্যেকটা জেলায় বার্ন ইউনিট করে দেব। উপজেলা পর্যন্ত তা সম্প্রসারণ করব। কিন্তু তার জন্য দক্ষ চিকিৎসক দরকার।”

“যতক্ষণ পর্যন্ত না ইনস্টিটিউট করব, ততক্ষণ পর্যন্ত বিশেষায়িত চিকিৎসক পাওয়া যাবে না।”