ফেনীতে ভূমি অফিসে আগুন, বিএনপি নেতা আটক

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় স্থানীয় ভূমি অফিসে ‘দুর্বৃত্তদের’ দেওয়া আগুনে ১০ হাজার জমির দলিলসহ গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 08:46 AM
Updated : 26 Feb 2015, 06:29 PM

বৃহস্পতিবার ভোরের দিকে রাধানগর ইউনিয়ন পরিষদ ও পৌরসভা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

নাশকতায় জড়িত সন্দেহে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হক মাবুকে আটক করেছে পুলিশ।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে ফেনী-শুভপুর সড়কে রাধানগর/পৌর ভূমি অফিসের টিন শেড ঘরের জানালা ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

“এতে রাধানগর ইউনিয়ন ও ছাগলনাইয়া পৌরসভার প্রায় ১০ হাজার জমির দলিলপত্র, সিন্দুক, আলমারি, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।”

পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

“ঘটনার পরপরই রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হক মাবুকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

স্থানীয়রা জানান, ওই ভূমি অফিসের পাশেই রবিউলের বাড়ি। আগুন লাগার পর তাকে সেখানে দেখে পুলিশ ধরে নিয়ে যায়। 

এদিকে বৃহস্পতিবার ভোরের দিকে ছাগলনাইয়া পৌরসভার মির্জা বাজারেও অগ্নিকাণ্ড ঘটেছে।

এতে আবুল হাসেম, কফিল উদ্দিন, জসিম উদ্দিন ও আবুল কাশেমের মুদি দোকানের প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল হাসেমের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সমর্থকরা তার মুদি দোকানসহ চারটি দোকানে আগুন দিয়েছে।

তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।