চট্টগ্রামে আগুনে পুড়ল গুদামসহ ৮ স্থাপনা

বন্দরনগরী চট্টগ্রামের আকবর শাহ এলাকায় অগ্নিকাণ্ডে তুলার গুদামসহ আটটি স্থাপনা পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 08:07 AM
Updated : 26 Feb 2015, 08:07 AM

বৃহস্পতিবার সকালে নগরীর আকবর শাহ থানার পাকা রাস্তার মাথা এলাকার লতিফপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সরোয়ার জাহান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আকবর শাহ থানার পাকা রাস্তার মাথা এলাকার লতিফপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি সাড়ে চার ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দুটি মুরগির খামারের স্থাপনা(মুরগি ছিল না), একটি করে মাংস, মোবিল ও রড সিমেন্টের দোকান এবং তুলা, চট ও পোল্ট্রি খাদ্যের গুদাম পুড়ে গেছে।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে অগ্নিনির্বাপক কর্মকর্তা সরোয়ার জানান।