এসএসসিতে বৃহস্পতিবারের পরীক্ষা পেছাল

লাগাতার অবরোধের মধ্যে বিএনপি জোট নতুন করে হরতাল বাড়ানোয় বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষাও পিছিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2015, 09:27 AM
Updated : 25 Feb 2015, 09:37 AM

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো হবে আগামী ৭ মার্চ সকাল ১০টা থেকে।

শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “শিক্ষার্থীদের অনিশ্চয়তার ভেতর ফেলে দিতে পারি না। উদ্বেগের মধ্যে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল করতে পারবে না। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হল।”

৭ মার্চ ‘একটি বিশেষ দিন’ হলেও ওইদিন পরীক্ষা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার এসএসসিতে বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং মাদ্রাসা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

আর এসএসসি ভোকেশনালে নতুন সিলেবাসের ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৩১টি বিষয় এবং পুরাতন সিলেবাসে ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৩১টি বিষয় এবং ভোকেশনালে দাখিলে ট্রেড-১ দ্বিতীয় পত্রের ৩১টি এবং ট্রেড-১ দ্বিতীয় পত্রের ৩১ বিষয়ের পরীক্ষা ছিল।

২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ফেব্রুয়ারির শুরু থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট অবরোধের সঙ্গে দফায় দফায় হরতাল করায় ছুটির দিনে পরীক্ষায় বসতে হচ্ছে শিক্ষার্থীদের।

অবরোধ ও হরতালের মধ্যে এবার পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে কেবল পাঁচ দিন; তাও ছুটির দিন শুক্র ও শনিবার।

বিরোধী জোটের এ কর্মসূচির কারণে চলতি এসএসসির ১০ দিনের ১৭৩টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেছে।

আগের তিন সপ্তাহের মতোই গত মঙ্গলবার বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল বাড়ানোর বার্তা দেওয়া হয়।

সরকার, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পরীক্ষার সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান থাকলেও তাতে বিএনপির সাড়া মেলেনি।

এর আগে ২, ৪, ৮, ১০, ১২ ও ১৫, ১৮, ২২ ও ২৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে যায়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিকসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সচিবের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।