৫ বছরে ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ’

পঞ্চম বর্ষে পা রাখলো বাংলাদেশে নাগরিক সাংবাদিকতাভিত্তিক ব্লগের পথিকৃৎ ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2015, 04:14 PM
Updated : 15 Feb 2015, 02:48 AM

শনিবার এ উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেক কেটে শেষ হওয়া এ অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি নাগরিক সাংবাদিকতা সম্মাননা ও নবীন ব্লাগারদের পুরস্কৃত করা হয়।

ব্লগ সম্পাদক আইরিন সুলতানা বলেন, “নাগরিক সাংবাদিকতাকে প্রধান উপজীব্য করে ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ’ যাত্রা শুরু করে। পৃথিবীর বহু দেশে সংবাদপত্রের পাঠকরা তাদের মতামত দিতে পারে। বাংলাদেশে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমই এই প্ল্যাটফর্ম শুরু করে। এখানে পাঠকরা নাগরিক সাংবাদিকতার মাধ্যমে ঘটনা, মতামত তুলে ধরে।”

ব্লগার বাসন্ত বিষুব প্রস্তাবিত ‘আমরা আগুন, দহন ও আর্তনাদের বিরুদ্ধে’- এই স্লোগানে বর্ষপূর্তির অনুষ্ঠানে ‘নাগরিক সাংবাদিকতা সম্মাননা ২০১৫’ ক্রেস্ট দেওয়া হয় ব্লগার সুকান্ত কুমার সাহাকে। এছাড়া  ‘নবীন আশা জাগল যে রে আজ’ ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় ব্লগার নিলীম আহসানকে। উপস্থিত আরো কিছু নবীন ব্লগারকে শুভেচ্ছা হিসেবে দেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ সংকলন ‘নগর নাব্য’।

২০১১ সালের ১১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার লিটল ম্যাগ চত্বরে যাত্রা শুরু করে ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ’। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদ, ব্লগার কৌশিক আহমেদ, কবি নুরুন্নাহার শিরীন প্রমুখ।