গাইবান্ধায় ট্রাকে পেট্রোল বোমা, দগ্ধ ২

গাইবান্ধায় একটি সারবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় চালকসহ দুজন দগ্ধ হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 05:44 PM
Updated : 1 Feb 2015, 06:05 PM

রোববার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা সদরের চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রাক চালক জালাল উদ্দিন (২৮) ও তার সহকারী মহব্বত (৩২)। জালাল পাবনার বনগ্রামের নুর শেখের ছেলে ও মহব্বত একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, সন্ধ্যা ৭টার দিকে বগুড়া থেকে সার নিয়ে লালমনিরহাটে যাওয়ার পথে ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দ্রুত পালিয়ে যায় দুবৃর্ত্তরা।

এতে দগ্ধ দুজনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন তাদের।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সবুজ কুমার সরকার জানান, দুজনের মুখসহ শরীর ঝলসে যাওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলার ডাকঘর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এ সময় চালক এবং তার সহকারী যাত্রীদের নিয়ে দ্রুত নেমে পড়ায় তারা কেউ হতাহাত হয়নি। তবে বাসটির অধিকাংশই পুড়ে গেছে বলে জানান পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান।