নতুন ভোটার: পুরুষ বেশি, ব্যবধান ১২ শতাংশ

মূল তালিকায় নারী-পুরুষ প্রায় সমান হলেও নতুন ভোটারদের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ কম, শতকরা হিসেবে যা প্রায় ১২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 04:59 PM
Updated : 1 Feb 2015, 06:07 PM

হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সর্বশেষ এই তথ্য জানানো হয়।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, হালনাগাদ তালিকায় পুরুষ ভোটার ৫৬ শতাংশ ও নারী ভোটার ৪৪ শতাংশ।

২০১৩ ও ২০১৪ সালের নতুন ও বাদপড়া ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৩১ জানুয়ারি।

ওই তালিকা অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা বেশি হয়েছে এমন ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন নতুন ভোটার পাওয়া গেছে।

এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন আর নারী ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন। 

নতুনদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন। এদের মধ্যে ৪ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন পুরুষ এবং ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ জন নারী।

আনুপাতিক হিসেবে যা দাঁড়ায় ৫০ দশমিক ৩৭ ও ৪৯ দশমিক ৬৩।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকার যাত্রা শুরু হয়।

হালনাগাদ তালিকায় নারী ও পুরুষ ভোটারের ক্ষেত্রে বিশাল ব্যবধানের বিষয়ে কোনো ব্যাখ্যা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া না হলেও যেসব এলাকায় নারী অন্তর্ভুক্তি ৪৫ শতাংশ বা তার নিচে, সেসব এলাকার সংশ্লিষ্ট মাঠকর্মীদের কাছে এ বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে।