পুলিশের উপর বোমা, গুলিবিদ্ধ জামায়াত নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযানকালে পুলিশের উপর হামলার পর হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 02:35 PM
Updated : 1 Feb 2015, 02:35 PM

রোববার বিকালে বাকুয়া গ্রামে এ সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে তাজা হাতবোমাসহ গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুর রহমান উল্লাপাড়ার সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং বাকুয়া গ্রামের বাছের প্রামানিকের ছেলে। তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, নাশকতার উদ্দেশ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে সংবাদ পেয়ে পৌর এলাকার বাকুয়ায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা চারিদিক থেকে পুলিশের উপর হাতবোমা নিক্ষেপ করতে থাকে।

তখন পুলিশও বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

এতে তিন কনষ্টেবলসহ তিনি (ওসি) নিজে আহত হন। প্রাথমিক চিকিৎসায় এখন তারা সুস্থ বলে জানান ওসি।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে তিনটি তাজা হাতবোমাসহ গুলিবিদ্ধ জামায়াত নেতা সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে নাশকতা, পুলিশের কাজে বাধা প্রদান ও সহিংসতার অভিযোগে ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।