সুবর্ণ এক্সপ্রেসে বোমা, বিএনপি-পুলিশ সংঘর্ষ

বিএনপি-জামায়াত জোটের ৭২ ঘণ্টা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে বোমা হামলার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 12:44 PM
Updated : 1 Feb 2015, 12:44 PM

বোমায় কেউ আহত না হলেও সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সদর থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান, রোববার শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. আনিসুর রহমানকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত রয়েছেন।

আহত বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএসপি তাপস জানান, রেলগেট এলাকায় বিএনপিকর্মীরা সূবর্ণ এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। এ সময় ট্রেনের দরজা-জানালা বন্ধ থাকায় কোনো ক্ষতি হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ সময় বিএনপিকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার এক পর্যায়ে পুলিশ সদস্য আনিসুর গুরুতর আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।