রংপুরে নির্মাণাধীন ছাদ ধসে ৭ শ্রমিক আহত

রংপুর নগরীর আলমনগর খামারপাড়ায় তাবলিগ জামাত মসিজদের নির্মাণাধীন ছাদ ধসে সাত শ্রমিক আহত হয়েছেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 12:00 PM
Updated : 1 Feb 2015, 12:00 PM

পুলিশ জানায়, রোববার বেলা ৩টায় এ দুর্ঘটনায় আহতরা হলেন রবিউল আলম (১৯), মানিক মিয়া (৩০), গোলাজার হোসেন (৩১), মুশফিকুর রহমান (৩২), সাইফুল ইসলাম (৫৫), রজব আলী (৩২) ও বাবু মিয়া (২৮)।

তদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রবিউল, মানিক ও সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের অর্থপেডিক্স ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মোহায়মিন জিসান।  

রংপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ছাদ ঢালাইয়ের সময় চাপ সইতে না পারায় দুটি পিলার ধসে পড়ে। এর পরপরই নির্মাণাধীন ছাদের একাংশ ধসে পড়ে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, স্থানীয় জনতা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালের পাঠিয়েছে।

মসজিদ নির্মাণ কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেন জানান, আব্দুল রাজ্জাক নামে এক ঠিকাদার মসজিদটি নির্মাণ করছেন। সকাল থেকে তার শ্রমিকরা কাজ করছিলেন। ওই সময় হঠাৎ ছাদ ধসে পড়ে।  

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।