পিকআপ দুর্ঘটনায় ৬ বিজিবি সদস্য আহত

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 11:00 AM
Updated : 1 Feb 2015, 11:00 AM

রোববার দুপুরে সোনাইমুড়ি-চাটখিল সড়কের পাঁচবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতদের সোনাইমুড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

বিজিবির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল জানান, নিজস্ব গাড়ির পেছনে আরো দুইটি সাধারণ পিকআপ ভ্যানে করে বিজিবি সদস্যরা সোনাইমুড়ি থেকে চাটখিল যাচ্ছিলেন।

পাঁচবাড়িয়া এলাকায় একই দিকে যাওয়া দ্রুতগতির দুইটি সিএনজি চালিত অটোরিকশাও যাচ্ছিল।

অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির একটি পিকআপ ভ্যান সড়কের পাশে গাছে ধাক্কা দেয়।

এতে পিকআপপে থাকা বিজিবির হাবিলদার কিশোর, সিহাহী মো. রুবেল, মো. রবিউল, আপেল হোসেন, জালিউর রহমান ও মো. শরীফ আহত হন।

এরমধ্যে হাবিলদার কিশোরের বাম হাতের দুই জায়গাতে ভেঙে গেছে বলে জানান ম্যাজিস্ট্রেট রিছিল।

সোনাইমুড়ি থানার ওসি আশরাফ উল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।