নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে রেলও

বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দিতে এবার রেলের পক্ষ থেকেও পুরস্কার ঘোষণা করা হল। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 10:56 AM
Updated : 1 Feb 2015, 12:42 PM

রেলমন্ত্রী মুজিবুল হক রোববার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে রেলে যে কোনো ধরনের নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে।”

এ পুরস্কার দেওয়া হবে তিনটি স্তরে। আর পরিমাণ নির্ভর করবে তথ্যদাতার কার্যক্রমের পরিধির ওপর।

তিনি বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়ার নির্দেশে রেলে চোরাগোপ্তা হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তার গুণ্ডাবাহিনী । নাশকতায় সরকারের পতন হয় না । বেগম জিয়া ১৯৭১ সালের মত ২০১৫ সালেও বাংলার মাটিতে পরাজিত হবে।”

গত ৫ জানুয়ারি থেকে চলে আসা অবরোধে সারা দেশে সড়ক পরিবহনের পাশাপাশি দেশের রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করেও নাশকতার ঘটনা ঘটেছে। 

একদিকে যেমন ট্রেন লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে, তেমনি ফিসপ্লেট তুলে ফেলায় বড় ধরনের দুর্ঘটনায় পড়েছে কয়েকটি ট্রেন।

এই পরিস্থিতিতে রেলের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। ঝুঁকি কমাতে গতি কমানোয় রেলের সূচিতে তৈরি হয়েছে জটিলতা।  

মুজিবুল হক বলেন, “রেলের নাশকতা রোধে আজ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছি । বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২ হাজার ৮৭৭ কিলোমিটার রেল লাইনের নিরাপত্তায় আমাদের সাহায্য করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে।”

পেট্রোল বোমা ছুড়ে যানবাহনে আগুন দেওয়া এবং বোমাবাজদের ধরিয়ে দিতে এর আগে সরকার, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকেও পুরস্কার ঘোষণা করা হয়েছে, যাতে সর্বোচ্চ অংক দেওয়া হয়েছে এক লাখ টাকা।