ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে ঘরে আগুন দিয়ে একজনকে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 10:16 AM
Updated : 1 Feb 2015, 10:16 AM

বিএনপি জোটের অবরোধের মধ্যে হরতালের আগের দিন শনিবার রাতে হাইদকন্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামে নিহত এই ব্যক্তি আওয়ামী লীগের সমর্থক।

তবে রাজনৈতিক কারণে, না কি অন্য কোনো বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) সালাউদ্দিন শিকদার।

নিহতের নাম মো. মহিউদ্দিন (৪০)। আহত মো. মোস্তাফিজুর রহমান রাজীব (২৭) ও মো. হারুণ (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে ১০/১২ জনের একটি দল মহিউদ্দিনের বাড়িতে হামলা চালায়। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘরে আগুন দেয়।

“দুর্বৃত্তরা মহিউদ্দিনকে মারধর ও কুপিয়ে জখম করে অচেতন অবস্থায় ফেলে রাখে। পরে বাড়িতে আগুন দিলে মহিউদ্দিন ঘরের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান।”

আহতরা মহিউদ্দিনের স্বজন ও প্রতিবেশী। মোস্তাফিজুরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও গুলির এবং হারুণের গায়ে গুলির চিহ্ন রয়েছে বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ওসি সালাউদ্দিন জানান, মহিউদ্দিন এবং তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সমর্থক।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত সাড়ে ১২টার দিকে আগুন দেওয়া হয়। তারা গিয়ে রাত আড়াইটার সময় আগুন নেভান।