গাইবান্ধায় বাস ভাংচুর, বোমাবাজি

গাইবান্ধার সাদুল্লাপুরে ঢাকামুখী নৈশকোচে ভাংচুর এবং পলাশবাড়ী উপজেলায় পল্লী বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের কাছে হাতবোমা ফাটিয়েছে অবরোধকারীরা।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 07:52 AM
Updated : 1 Feb 2015, 07:52 AM

অবরোধের মধ্যে বিএনপি জোটের ডাকা হরতাল শুরুর আগে শনিবার রাতের দিকের এসব ঘটনায় কেউ আহত হয়নি।  

সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে

জানান, উপজেলার নলডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাওন এন্টারপ্রাইজের একটি বাস সাদুল্লাপুর শহরের দিকে আসার পথে রাত সাড়ে ৮টার দিকে এ হামলা হয়।  

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বাসটি লক্ষ্য করে বৃষ্টির মতো ইট ছুড়তে থাকে। এতে বাসের সামনের ও দুই পাশের জানালার বেশ কিছু কাচ ভেঙে যায়। কেউ আহত না হলেও বাজারে থাকা লোকজন আতঙ্কে ছোটাছুটি করে।

কাছাকাছি সময় আতঙ্ক সৃষ্টির জন্য উপজেলা আদর্শ কলেজ সড়কে পল্লী বিদ্যুতের বিতরণ কেন্দ্রের কাছে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এরপর থেকে ওই সড়কে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন।