এসএসসি পরীক্ষা: সিদ্ধান্ত দুপুরে

অবরোধের পাশাপাশি হরতালে নির্ধারিত তারিখ সোমবার থেকেই এসএসসি পরীক্ষা শুরু হবে কি না- তা জানা যাবে রোববার দুপুরে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 04:51 AM
Updated : 1 Feb 2015, 04:53 AM

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেলা ১২টার দিকে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষা নিয়ে সরকারের সিদ্ধান্ত জানাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কক্ষে জরুরি সভা শুরু হয়েছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

শিক্ষা সচিব নজরুল ইসলাম খানসহ শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই সভায় উপস্থিত রয়েছেন।

সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা, যাতে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেবেন।

প্রথম দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হওয়ার সূচি রয়েছে।

এর আগে ২০১৩ সালে বিএনপি-জামায়াতের হরতালে এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়।

গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষাও বিএনপির হরতালের কবলে পড়লে বেশ কয়েকটি পরীক্ষাও পিছিয়ে যায়।