তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

অবরোধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের ভিপি আব্দুল বাতেন নকিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 06:49 PM
Updated : 1 Feb 2015, 05:08 AM

শনিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান।

নকি বনানী সুপার মার্কেটের সভাপতিও বলে পুলিশ কর্মকর্তা মাসুদুর জানান।

এদিকে শনিবার রাত ৮টার দিকে  ধানমণ্ডি থানা এলাকা থেকে জাহাঙ্গীর সর্দার (৩০) নামে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউমার্কেট থানা যুবদলের সহ-সভাপতি।

ধানমণ্ডি থানার ওসি আবু বক্কর ছিদ্দিক জানান, বিএনপির ডাকা অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় জাহাঙ্গীরের সর্ম্পৃক্ততা রয়েছে। গোপন সংবাদ পেয়ে ধানমণ্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীতে সংঘটিত বিভিন্ন নাশকতায় তিনি ছাড়া আর কে কে জড়িত এবং নাশকতায় কারা আর্থিক সহায়তা করছে তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওসি আবু বক্কর।