মানব পাচার: চট্টগ্রামে ৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে অবৈধভাবে মালয়েশিয়াগামীদের উদ্ধারের ঘটনায় মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 01:57 PM
Updated : 31 Jan 2015, 01:57 PM

শনিবার নগরীর কোতোয়ালি থানার এসআই ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় হোটেল মালিক, ব্যবস্থাপকসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে বলে জানান থানার এসআই মো. ইলিয়াছ।

আসামিরা হলেন- দালাল হাফেজ মোহাম্মদ সাইফুল আবছার, গোল্ডেন ড্রিম হোটেলের দুইজন মালিক নুরুল আকবর, মো. মোস্তফা, দুই হোটেল ব্যবস্থাপক মো. ইউসুফ মো. জসীম।

এছাড়া নীলা নামে টেকনাফের এক নারী দালাল ও তার স্বামীকে আসামি করা হলেও তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি মামলায়।     

এসআই ইলিয়াছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের মধ্যে দালাল হাফেজ মোহাম্মদ সাইফুল আবছার গ্রেপ্তার রয়েছেন।

মামলায় মানবপাচার, প্ররোচনা ও পাচারের উদ্দেশ্যে জড়ো করার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার রাতে নগরীর কোতোয়ালী থানার রেয়াজউদ্দিন বাজারে ‘গোল্ডেন ড্রিম’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অবৈধভারে মালয়েশিয়াগামী ৪০ জনকে উদ্ধার করা হয় এবং দালাল সাইফুল আবছারকে গ্রেপ্তার করা হয়।