নারায়ণগঞ্জে মানব পাচারের ‘হোতা’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আদম পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 12:59 PM
Updated : 31 Jan 2015, 12:59 PM

গ্রেপ্তারকৃত বাছেদ (৫০) উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে তার বাড়ি।

শুক্রবার রাতে ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাড়ি তাকে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাছেদের বাড়ি থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য অপেক্ষমাণ তিন যুবককে উদ্ধার করা হয়েছে। এরা হলেন- নরসিংদীর বেলাব উপজেলার বোরহান, মাসুন ও হোসেন।

ওসি আলমগীর, “মালয়েশিয়া নেওয়ার কথা বলে সাগর পথে আটকে রেখে মোটা অংকের মুক্তিপণ দাবি করত এই চক্র। কখনো মালয়েশিয়া নেওয়া হলেও তাদের সঙ্গে দাসের মতো ব্যবহার করা হয়।”

এ ঘটনায় উদ্ধারকৃতদের মধ্যে বোরহানের বাবা আব্দুল হাই বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, “আড়াইহাজারে পাচারকারীদের সংঘবদ্ধ চক্রে কয়েক হাজার সদস্য রয়েছে। তদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।”

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় মানব পাচার করে আসছিলেন বাছেদ। তার মাধ্যমে আড়াইহাজার ও নরসিংদীর অন্তত কয়েক হাজার যুবক সমুদ্র পথে মালয়েশিয়া পাচার হয়েছে। এসব পাচারের ঘটনায় অন্তত ২০ জনের বেশি যুবকের মৃত্যু হয়েছে।

এর আগে ২৮ জানুয়ারি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তিন পাচারকারীকে আটক করে পুলিশে দেন।