সিরাজগঞ্জে শিবিরকর্মীকে হাতেনাতে ধরে পিটুনি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার সময় এক শিবিরকর্মীকে হাতে নাতে ধরে পিটুনি দিয়েছে জনতা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 12:43 PM
Updated : 31 Jan 2015, 12:43 PM

উপজেলার বাকুয়া গ্রামের জুলমত আলীর ছেলে শিবিরকর্মী মোহাম্মদ আলী (৩০) ওরফে বোমারু মোহাম্মাদকে পরে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

শনিবার দুপুরে বেলকুচি-উল্লাপাড়া আঞ্চলিক সড়কের সলপ ইউনিয়নের কৃষকগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মোটরসাইকেলে করে এসে কৃষকগঞ্জ বাজারে দাঁড়ানো একটি অটোরিকশায় আগুন দেয় মোহাম্মদ। হঠাৎ অটোরিকশায় আগুন দেখে বাজারের লোকজন এগিয়ে এসে মোহাম্মাদকে দেখে ধাওয়া দেয়।

এসময় মোটরসাইকেল নিয়ে চালক দ্রুত পালিয়ে গেলে স্থানীয় জনতা মোহাম্মাদকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওসি আরও বলেন, শিবির ক্যাডার মোহাম্মদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।