চট্টগ্রাম ও গাজীপুরে আগুনে পুড়ল দোকান-বসতঘর

চট্টগ্রামে ও গাজীপুরে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোও গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 09:54 AM
Updated : 31 Jan 2015, 09:54 AM

এর মধ্যে চট্টগ্রামের হাটহাজারী ও টেরিবাজার এলাকায় একটি মুদি দোকান ও দুটি কাঁচা বসতঘর এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বাজারে আগুন লেগে দুইটি মুদি দোকান ও একটি কাপড়ের দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম

নগরীর টেরিবাজার আফিমের গলি এলাকার মো. রাজু নামে এক ব্যক্তির মুদি দোকানে আগুন লাগে শনিবার ভোর ৪টার দিকে।

খবর পেয়ে নগরীর নন্দনকানন ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শাহিদুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এছাড়া শুক্রবার মধ্যরাতে হাটহাজারী উপজেলার গড় দুয়ারা এলাকায় রান্নার চুলা থেকে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ।

দুটি ঘটনাতেই ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।

গাজীপুর

শ্রীপুর উপজেলার ইজ্জতপুর বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগে শুক্রবার মধ্যরাতে।

মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে ওই কাপড়ের দোকানসহ পাশের আরও দুটি মুদি দোকান পুড়ে যায়।

স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ইজ্জতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ইফতেখারুল ইসলাম রাজীব।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।