কোটি টাকার সোনাসহ সিভিল এভিয়েশনকর্মী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি টাকার সোনাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মচারীকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 09:06 AM
Updated : 31 Jan 2015, 09:31 AM

আটক মো. হাফিজুর রহমান সিভিল এভিয়েশনের বর্ডিং ব্রিজ অপারেটর বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার দুপুরে চার কেজি ২০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বারসহ তাকে আটক করা হয় বলে শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান।

থাইল্যান্ড থেকে আসা বারগুলোর মধ্যে চারটি এক কেজি এবং দুটি একশ গ্রাম ওজনের বলে জানান তিনি।

শুল্ক বিভাগের এই কর্মকর্তা বলেন, এসব সোনার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে সোনার কয়েকটি বড় চালান ধরা পড়ার পর রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারি বাড়ায় গোয়েন্দারা।

সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গত নভেম্বরে বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদ হোসেন, প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং প্রধান ক্যাপ্টেন আবু মোহাম্মদ আসলাম শহীদ, শিডিউল ম্যানেজার তোজাম্মেল হোসেনসহ পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।