‘সন্ত্রাস নয়, শান্তি চাই’

‘সন্ত্রাস-সহিংসতা নয়, চাই শান্তি-নিরাপদ জীবন’ শ্লোগান নিয়ে রাজধানীতে র‌্যালি করেছে জাতীয় মানবাধিকার কমিশন, যাতে অংশ নিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরাও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 08:53 AM
Updated : 31 Jan 2015, 08:53 AM

শনিবার সকালে শাহবাগ থেকে এই পদযাত্রা শুরু হয়, শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হন মানবাধিকার কর্মীরা।

ওই সমাবেশে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “রাজনৈতিক আন্দোলনের নামে এখন যা চলছে তা উন্মত্ততা, উন্মাদনা, পাশবিকতা।

“আমরা চাই শান্তি ফিরে আসুক।”

হরতাল-অবরোধকারী রাজনৈতিক দলগুলোর প্রতি নাশকতার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, পেট্রোল বোমা মেরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব নয়।

“অশুভ কিছু দিয়ে শুভ কিছু অর্জন করা যায় না। শুভ কিছু অর্জন করতে হলে শুভ কৌশলেই করতে হবে।”

গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এরপর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই যাত্রবাহী বাস, ট্রাকে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় পুড়ছে মানুষ। চলমান অবরোধে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।  

ধারাবাহিকভাবে চলা সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ এসেছে সমাজের অন্যান্য মহল থেকেও।

মানবাধিকারকর্মীদের পদযাত্রাটি বেলা ১১টায় শাহবাগ মোড় থেকে শুরু হয়। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, মানবাধিকার সমন্বয় পরিষদ, ফেডারেশন অব হিউম্যান রাইটস অর্গানাইজেশনসহ আরো কয়েকটি সংগঠনের শখানেক কর্মী পদযাত্রায় যোগ দেন।

নাশকতা দমনে আইনশৃঙ্খলাবাহিনীকে কঠোর হতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর নির্দেশের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্যই তারা এই নির্দেশ দিয়েছেন।

“যারা আন্দোলন করছে, তাদের দায়িত্ব নিয়ে এ পথ থেকে সরে আসতে হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়ে ‘যে কোনো উপায়ে’ নাশকতা ঠেকাতে নির্দেশ দেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে পরদিন বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও নাশকতাকারীদের ‘গণশত্রু’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।