নাশকতার ‘পরিকল্পনাকারী’ জামায়াত নেতা আটক

নাশকতা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মুগদা থেকে জামায়াত নেতা শামছুর রহমানকে আটক করেছে থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 06:55 PM
Updated : 31 Jan 2015, 03:40 AM

শামছুর রহমান অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ, ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের প্রধান পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতা বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, শামছুর রহমান বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের ডেপুটি রেজিস্ট্রার।

তাকে শুক্রবার রাতে মুগদা থেকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
 

শামছুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উপকমিশনার মাসুদ জানান।

গত ৬ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধে প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।

নাশকতার এসব ঘটনায় অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।