সহিংসতার প্রতিবাদে শাহবাগে গণস্বাক্ষর

বিরোধী জোটের অবরোধ ও হরতালে সহিংসতা, মানুষ হত্যা ও নাশকতার প্রতিবাদে শাহবাগে গণস্বাক্ষর সংগ্রহ করেছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 03:52 PM
Updated : 30 Jan 2015, 03:52 PM

শুক্রবার বিকালে ‘পুড়ছে বাংলাদেশ, পুড়ছে মানবতা- সম্মিলিত প্রতিবাদ রুখতে পারে সন্ত্রাস’ এই ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচি থেকে ৫ ফেব্রুয়ারি টানা অবস্থানের কর্মসূচির কথা আবারও ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার।

ইমরান বলেন, রাজনীতির নামে মানুষ হত্যা, নাশকতা ও জ্বালাও-পোড়াও বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে ।

তিনি বলেন, সারা দেশের সব প্রতিষ্ঠানে ১ ফেব্রুয়ারি থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে ২৬ মার্চ জাতীয় সংসদ ও রাষ্টপতির কাছে পেশ করা হবে।

৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগে গণস্বাক্ষর ও অবস্থান চলবে।

ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন।