অবরোধে নিহতের স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল

২০ দলীয় জোটের অবরোধে দেশব্যাপী জ্বালাও-পোড়াওয়ে নিহতদের স্মরণে চট্টগ্রামে দোয়া ‍মাহফিল করেছে ১৪ দল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 03:03 PM
Updated : 30 Jan 2015, 03:03 PM

শুক্রবার বিকালে বন্দর নগরীর লালদীঘি ময়দানে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১৪ দলের নেতারা।

সমাবেশে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, যারা দেশের নিরীহ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করছে তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে মোশাররফ বলেন, ধ্বংস ও নৈরাজ্যের পথ পরিহার করে গণতন্ত্রের সুষ্ঠু ও সুস্থ ধারার রাজনীতির চর্চায় ফিরে আসুন।

নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, যারা আগুন নিয়ে খেলছেন তারাও একদিন আগুনে পুড়ে ছারখার হবেন।

“আন্দোলনের কর্মসূচি দিয়ে আপনারা ঘরে বসে থাকেন। টোকাই আর ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন।”

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, “অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বেঁচে থাকতে শান্তির বাংলাদেশে আমরা অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে দেব না।”

কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।

মোনাজাতে অবরোধের সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং আহতদের রোগমুক্তি প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ‍নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগরের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও নঈম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ ১৪ দলের নেতাকর্মীরা।