নোয়াখালীতে মহাত্মা গান্ধীকে স্মরণ

নানা আয়োজনে নোয়াখালীর সোনাইমুড়িতে গান্ধী আশ্রমে মহাত্মা গান্ধীর ৬৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 02:37 PM
Updated : 30 Jan 2015, 02:37 PM

উপজেলার জয়াগ গ্রামের গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে শুক্রবার সকালে সর্বধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয় বলে জানান গান্ধী আশ্রমের পরিচালক রাহা নব কুমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রার্থনা শেষে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন করেন ভক্তরা।

এরপর শান্তি ও অহিংসা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন গান্ধী আশ্রমের পরিচালক রাহা নব কুমার, আ ন ম জাহের উদ্দিন,  অসীম কুমার বক্সী, দীপিকা কুন্ড, জ্যোৎস্না আক্তার, তরুণ মজুমদার, দীপক চন্দ্র দে, প্রফুল্ল চন্দ্র ভৌমিক, গোপাল চন্দ্র রায় প্রমুখ।

বক্তারা বলেন, মহাত্মা গান্ধী ভারতে জন্মগ্রহণ করলেও তার অহিংসা, শান্তি ও সম্প্রীতির রাজনৈতিক দর্শন জাতি-ধর্ম-বর্ণসহ সর্বত্র প্রাসঙ্গিক এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তা অনুসরণ করা প্রয়োজন।