যমুনা নদীতীর সংরক্ষণ বাঁধে আবার ধস

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাটপাড়ায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ১২ দিনের ব্যবধানে আবার ধস দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 10:37 AM
Updated : 30 Jan 2015, 10:37 AM

শুক্রবার ভোরে এ ধসের কারণে বাঁধের প্রায় ৬০ মিটার এলাকার ব্লক ও জিওব্যাগ নদীতে বিলীন হয়ে গেছে।

ধসের আকার ক্রমশ বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে।

এর আগে ১৯ জানুয়ারি এই বাঁধের দক্ষিণ অংশের ৬৫ মিটার নদীতে বিলীন হয়ে যায়।

স্থানীয় কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, যমুনার অব্যাহত ভাঙন ঠেকাতে ৪টি ইউনিয়নের ৪০টি গ্রাম রক্ষায় ২০১১ সালে ১১০ কোটি টাকা ব্যয়ে শাহজাদপুর উপজেলার মোনাকষা থেকে কৈজুরী হয়ে ভেড়াখোলা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার যমুনার পশ্চিম তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়।

এরপর থেকে বাঁধটি বিশাল এই এলাকা রক্ষায় ভূমিকা রাখছিল। তবে বাঁধের তদারকির দায়িত্বে নিয়োজিত পাবনার বেড়া উপজেলার কৈটলা পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও ধসের স্থানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় বাঁধটি ধসে ক্রমশ নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

বাঁধের তদারকির দায়িত্বে নিয়োজিত পাবনার বেড়ার কৈটলা পাউবোর এসও জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ধসের কথা শুনেছেন। সেখানে গিয়ে ধসের বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।