রিকশা-অটোরিকশার উপর ট্রাক, মা-ছেলেসহ নিহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও রিকশার উপর উঠে গেলে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হন দুজন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 08:22 AM
Updated : 30 Jan 2015, 01:09 PM

শুক্রবার দুপুরে জামালদি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার আরোহী কুমিল্লার দেবিদ্বার উপজেলা নদিয়াবাদ গ্রামের অঞ্জলি রানি সাহা (৫২), তার ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র প্রত্যয় সাহা (১২), সিএনজি অটোরিকশা চালক স্থানীয় বালুয়াকান্দি গ্রামের কালু মিয়া (৩৮) ও রিকশাচালক চুয়াডাঙ্গার মন্টু মিয়া (৪০)।

আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে ভুট্টা নিয়ে কুমিল্লাগামী ট্রাকটি বেলা দেড়টার দিকে জামালদিতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি একটি অটোরিকশা ও রিকশার ওপর উঠে যায়।

ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন জন নিহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর পর আরেকজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত যানগুলো রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালু মিয়ার লাশ ঘটনাস্থল থেকেই স্বজনরা নিয়ে গেছে। বাকি তিনটি লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এ ব্যপারে গজারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।