খালেদার কার্যালয় জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ সম্পাদকের

অবরোধ অব্যাহত রেখে এসএসসি পরীক্ষার্থীদের ওপর কোনো হামলা চালানো হলে খালেদা জিয়ার কার্যালয় জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 05:10 PM
Updated : 29 Jan 2015, 05:18 PM

বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেটানোর হুমকি দিয়ে বিরোধী জোটের সমালোচনার মধ্যে থাকা নাজমুল বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর কলেজে ছাত্রলীগের এক সভায় নতুন করে হুমকি দেন।

নাজমুল বলেন, “এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোমলমতি শিক্ষার্থীদের ওপর যদি পেট্রোলের আঁচ লাগে, যদি তারা হামলার শিকার হয়, তাহলে বেগম জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হবে।”

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ চলছে এখন। আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিএনপি জোট অবরোধ প্রত্যাহার না করলেও পরীক্ষা চালিয়ে নিতে চায় সরকার।   

এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে পাহারা দেবে বলেও নাজমুল জানান।

সংগঠনের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি-জামায়াতের সহিংসতা দমনে ছাত্রলীগ গণতন্ত্রের পাহারাদার হিসেবে বাঁশের লাঠি নিয়ে রাজপথে থাকবে।”

মিরসরাই উপজেলা ছাত্রলীগ আয়োজিত ওই সমাবেশে সংগঠনের সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এ পর্যন্ত ৩৯ জন নিরীহ মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।”

পেট্রোল বোমা নিক্ষেপকারীদের ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হাবীবুর রহমান তারেক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব সভায় বক্তব্য রাখেন।