চট্টগ্রামের অটিস্টিক শিশুদের বিদ্যালয়ের জন্য অনুদান

চট্টগ্রাম সেনানিবাস পরিচালিত অটিস্টিক শিশুদের বিদ্যালয় ‘প্রয়াসের’ জন্য এক অনুষ্ঠানে অনুদান মিলেছে ৪৭ লাখ টাকা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 04:36 PM
Updated : 29 Jan 2015, 04:36 PM

বৃহস্পতিবার রাতে বন্দর নগরীর এক কনভেনশন সেন্টারে ‍আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান দেন সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সামরিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের জন্য অনুদান দেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমাণ্ডার মেজর জেনারেল সাব্বির আহমেদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠ ও শ্রমিক লীগ নেতা সফর আলী।

এছাড়া কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড ও শফি মোটরসসহ কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের পক্ষে তহবিলে অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল সাব্বির আহমেদ বলেন, “বিশেষ শিশুরা আমাদেরই সন্তান। এদের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ।

“যারা অনুদান দিয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আশা করি ভবিষ্যতেও আপানাদের সঙ্গে পাব।”

অনুষ্ঠানে প্রয়াস পরিচালনা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ বলেন, বিশেষ শিক্ষা ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল ধারায় এসব শিশুদের সম্পৃক্ত করাই এ বিদ্যালয় পরিচালনার মূল উদ্দেশ্য।

“শুরুতে বিদ্যালয়টি শুধুমাত্র সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের জন্য থাকলেও ২০১১ সালে থেকে তা সবার জন্য উন্মুক্ত।”

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৬ সালের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম সেনানিবাসে বিশেষ শিশুদের বিদ্যালয় ‘প্রয়াস’র যাত্রা শুরু হয়।

বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে ১৫৩ জন বিশেষ শিশু অধ্যায়ন করছে। এর মধ্যে ১২৩ জন বেসামরিক পরিবারের সদস্য।

অনুষ্ঠানে চট্টগ্রাম সেনানিবাসের বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও চট্টগ্রামের বিভিন্ন শিল্প গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।